শান্তির পাহাড়ে অশান্তি

পাহাড় আমার প্রথম প্রেম
জন্মেছি এই পাহাড়ে,
সম্প্রীতির বন্ধনে থাকবো মিলে
সবুজের এই নীড়ে।
সবুজ পাহাড় লাল হয় যখন
বুকে লাগে আঘাত,
মনে হয়-
প্রেম নয় মানুষের মনে যেন
শুধুই আছে সংঘাত।
কিছু মানুষের মনে রয়েছে ভুলভ্রান্তি
এতে শান্তির পাহাড়ে ছড়িয়ে পড়ে অশান্তি,
তবুও চাইবো আসুক ফিরে,
সবার মনে একটুখানি শান্তি।
ছড়িয়ে পড়ুক শান্তির বাণী
সকল সম্প্রদায়ের মানুষের মনে,
শান্তিতে তখন মোরা ঘুমাবো
সুখ ফিরে আসবে সকলের জীবনে।
©আরিফুল ইসলাম মহিন
পানছড়ি (খাগড়াছড়ি)